Title
Urgent notification of online information of all cooperative societies and members of societies under Ramganj upazila.
Details
এতদ্বারা রামগঞ্জ উপজেলাধীন সকল সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, সকল সমবায় সমিতি ও সমিতির সদস্যদের তথ্য Integrated Digital Service এর আওতায় অনলাইকরণের কার্যক্রম চলছে। রামগঞ্জ উপজেলায় সকল সমবায় সমিতি অনলাইনকরণ সম্পন্ন হয়েছে। বর্তমানে অনলাইনকৃত সমবায় সমিতিগুলোর সকল সদস্যদের তথ্য অনলাইনকরণের কার্যক্রম শুরু হয়েছে। এমতাবস্থায় সমিতির সভাপতি ও সম্পাদকগণকে অনুরোধ করা যাচ্ছে যে, আপনার/আপনাদের সমিতির সদস্য রেজিস্টার হালনাগাদ করে সদস্যদের এন.আই.ডি ও মোবাইল নম্বর সংগ্রহ করতে হবে এবং অতি সত্তর উপজেলা সমবায় কার্যালয়ে সরাসরি যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মোঃ আনোয়ার হোসেন
উপজেলা সমবায় অফিসার,
রামগঞ্জ, লক্ষ্মীপুর।