রামগঞ্জ উপজেলাধীন কেন্দ্রীয় ও প্রাথমিক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমবায় সমিতি আইন-২০০১ ও ২০০২ (সংশোধিত-২০১৩) এর ১৭ (৩ ও ৪) ধারা মোতাবেক আপনার সমিতির বার্ষিক বিধিবদ্ধ অডিট সম্পাদনের ১৫ দিনের মধ্যে অডিট সংশোধনী প্রতিবেদন দাখিল করতে হয় এবং সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ১৯ (২) বিধি মোতাবেক বার্ষিক অডিট সম্পাদনের ৬০ দিনের মধ্যে সমিতিতে বার্ষিক সাধারণ সভানুষ্ঠান করতে হয়। এমতাবস্থায় সমবায় আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে অডিট সংশোধনী প্রতিবেদন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান পূর্বক সভার রেজুলেশন ও প্রয়োজনীয় কাগজপত্র এ কার্যালয়ের মাধ্যমে জেলা সমবায় অফিসার, লক্ষ্মীপুর মহোদয় বরাবরে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস