Wellcome to National Portal
উপজেলা সমবায় কার্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!



রামগঞ্জ উপজেলাধীন সকল সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণকে সমিতির সদস্যদের তথ্য অনলাইন করণের জন্য জরুরি ভিত্তিতে উপজেলা সমবায় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

(ক) জেলা সমবায় কার্যালয়, লক্ষ্মীপুর সার্বিক কার্যক্রমঃমাঠ পর্যায়ে সমবায় সংগঠনের মাধ্যমে সার্বিক  

      উন্নয়ন মুলক কার্যক্রম মূলত নিম্নরূপ:

 

* উদ্বুদ্ধকরণ (Motivation)  ও সমবায় সমিতির নিবন্ধন

* সম্পদ আহরন (Resource Mobilisation)

* সমবায় সংগঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন

* কর্ম সংস্থান সৃষ্টিঃ

১। প্রত্যক্ষ কর্ম সংস্থান

২। পরোক্ষ কর্ম সংস্থান

* স্থানীয় ভিত্তিতে সমবায়ীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন

* সাধারণ সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরন

* নির্দিষ্ট ভিত্তিক মডেল সমবায় সংগঠন সৃষ্টি করা

* সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহীতা নিশ্চিতকরন ইত্যাদি।

 

(খ) উন্নয়ন কার্যক্রমের অংশ হিসাবে মাঠ পর্যায়ে নিম্নরূপ সেবা মূলক কার্যক্রম সম্পাদন করাঃ

* সমবায় গঠন ও নিবন্ধন করা।

* সমবায় সমিতির বার্ষিক অডিট সম্পাদন।

* সমবায় সমিতির অডিট ফি ধার্য্য ও আদায় করা।

* সমবায় উন্নয়ন তহবিল ধার্য্য ও  আদায় করন।

* সমবায় সমিতির বিবাদ (বিরোধ) নিষ্পত্তি করন।

* সমবায় সমিতির পরিদর্শন ও তদন্ত করন।

* নির্বাচন কমিটি, অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন।

* সমিতির বাজেট অনুমোদন।

* সমিতির চিঠি মোতাবেক আনিত আর্থিক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন।

* বৃক্ষরোপন স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করা।

* জন সংখ্যা নিয়ন্ত্রন ও পরিবার কল্যাণ মুলক কার্যক্রম সম্পাদন করা।

* যৌতুক বিরোধী বিভিন্ন কার্যক্রম সম্পাদন ও নারীর সামতায়ন।

* পরিবেশ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করনে সক্রিয় ভূমিকা পালন করা।

* প্রয়োজনীয় ভোগ্যপন্য বাজার জাত করণে উল্লেখ যোগ্য ভুমিকা পালন, ইত্যাদি।

সংক্ষেপে জেলা সমবায় কার্যালয়ের দাপ্তরিক কার্য্যক্রম নিম্নরূপঃ

* উপজেলা পর্যায়ে বিভাগীয় কার্যক্রম তদারিকরন।

* প্রাথমিক সমবায় সমিতি পরিদর্শন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে সহযোগী ভূমিকা পালন।

* অধীস্থ কর্মকর্তা ও কর্মচারীদের নৈমিত্তিক ছুটি প্রদান ৪র্থ শ্রেনীর কর্মচারীদের দক্ষতা সীমা অতিক্রমসহ পেনশন নিষ্পত্তি ইত্যাদি প্রদান।

 

(গ) সমবায় সমিতি সংক্রান্ত তথ্যঃ (৩০/০৬/১১ইং তারিখ পর্যন্ত)

 

ক্র. নং

সমিতির সংখ্যা

সদস্য সংখ্যা

কেন্দ্রীয়

প্রাথমিক

কেন্দ্রীয়

প্রাথমিক

সমবায় বিভাগ

পউবো ভূক্ত

মোট

সমবায় বিভাগ

পউবো ভূক্ত

মোট

সমবায় বিভাগ

পউবো ভূক্ত

মোট

সমবায় বিভাগ

পউবো ভূক্ত

মোট

১০

১১

১২

১৩

০১

১৩

-

১১৫৬

 

২২৫টি প্রাথমিক সমিতি

১১৫৬টি প্রাথমিক সমিতি

১৩৮১টি প্রাথমিক সমিতি

৬৯,৪০৭ জন

১১৫৬ জন

৭০,৫৬৩ জন

এ জেলায় সমিতির কর্ম সংস্থান সমিতি পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সমিতিতে নিন্মোক্ত কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে।

 

 

প্রত্যক্ষ

পরোক্ষ

সর্বমোট

পুরুষ

মহিলা

মোট

পুরুষ

মহিলা

মোট

(৩+৬)

৫৬২

১৯০

৭৫২

৪৯২

১২৬

৬১৮

১৩৭০

 

সফল সমবায় সমিতির সমুহের সার সংক্ষেপ (ফেব্রুয়ারী/১১ইং

 

ক্র: নং

ক্যাটাগরী (সমাবায় সমিতি)

সমিতির সংখ্যা

সদস্য সংখ্যা

শেয়ার লক্ষ টাকায়

সঞ্চয় আমানত লক্ষ টাকায়

স্থাবর ও অস্থাবর সম্পত্তির লক্ষ টাকায়

বিনিয়োগ লক্ষ টাকায়

প্রত্যক্ষ

পরোক্ষ

মোট

পুরুষ

মহিলা

মোট

০১

প্রাথমিক বহুমূখী

৮ টি

৩৩৮৩ জন

৪৩৯ জন

৩৮২২

৫৫.৩৮

৪৩৬.৪৪

০.৭০ ভূমি

মূল্য ২০.০০

৪৮৫.৭০

৫৫ জন

২৫০ জন

৩৫০ জন

০২

প্রাথমিক সার্বিক গ্রাম উ: সমবায় সমিতি সাধারণ

৫ টি

১০৫০ জন

১৩০ জন

১১৮০ জন

৩.৫৬

১৮.৪৭

০.২২ ভূমি

মূল্য ১০.১৩

৩০.৪৫

১৬ জন

৭২ জন

৮৮ জন

০৩

প্রাথমিক  পানি ব্যবস্থাপনা স: সমিতি লি:

১ টি

৯১৫ জন

৪২ জন

৯৫৭ জন

১.২৮

৩.৯৭

০.০৪ ভূমি

মূল্য ২.০০

১১.৪৬

২০ জন

১২ জন

৩২ জন

সর্ব মোট

১৪ টি

৫৩৪৮ জন

৬১১ জন

৫৯৫৯ জন

১৮৬.৯৪

৪৫৮.৮৮

০.৩৩ ভূমি

 মূল্য ৩২.১৩

৫২৭.৬১

৯১ জন

৩৩৪ জন

৪২৫ জন

২। স্থাবর/অস্থাবর সম্পত্তিঃএ জেলায় সমবায় সমিতি সমুহের স্থাবর/অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮০.২০ (লক্ষ টাকা)।

৩। প্রশিক্ষনঃসমবায় সমিতি আইন, বিধিমালা, সমিতির খাতাপত্র লিখন, সমিতির ব্যবস্থাপনা, শাকসবজি চাষ, হাস-মুরগী ও গবাদি পশু পালন, বৃক্ষরোপন ও স্যানিটেশন, জম্ম নিয়ন্ত্রন, বাল্য বিবাহ, বহুবিবাহ প্রতিরোধ, যৌতুক বিরোধী কার্যক্রম, পরিবার কল্যাণ শিক্ষা, বয়স্ক শিক্ষা ইত্যাদি বিষয়ে ২০১০-১১ইং অর্থ বছরে ৯০ জন এবং ২০১১-১২ইং অর্থ বছরে আরো ৩৭ জন সমবায় সমিতির প্রতিনিধি-কে আঞ্চলিক সমবায় শিক্ষায়তন ফেনী বাংলাদেশ, সমবায় একাডেমী কোটবাড়ী কুমিল্লায় মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট কর্তৃক ২৪০ জন সমবায়ীকে উল্লিখিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

৪। আর্থিক বিনিয়োগঃ এ জেলায় নিবন্ধিত সমবায় সমিতি সমুহ জুন/১১ইং মাস পর্যন্ত সমিতির নিজস্ব উদ্যোগে গৃহীত প্রকল্পে সমুহের মাধ্যমে বিভিন্ন স্থানীয় প্রকল্পে মোট ১৫৩৭.৩০ (লক্ষ টাকা) বিনিয়োগ করে সমিতির সদস্য সহ অত্র জেলায় প্রায় ৭০,০০০ জন লোকের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে।