Wellcome to National Portal
উপজেলা সমবায় কার্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!



রামগঞ্জ উপজেলাধীন সকল সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণকে সমিতির সদস্যদের তথ্য অনলাইন করণের জন্য জরুরি ভিত্তিতে উপজেলা সমবায় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমবায়ের সাফল্যগাঁথা

সমবায়ের সাফল্যগাঁথা


পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ

নিবন্ধন নং-১০ (লক্ষ্মী), তারিখঃ ০৪/০৮/২০১৪খ্রি.

গ্রাম/মোকাম: রামগঞ্জ বাজার (মেইন সড়ক), ডাকঘর, রামগঞ্জ,

উপজেলাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর।


লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত রামগঞ্জ বাজারের একটি বৃহৎ সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান এর নাম হলো পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ। উক্ত সমবায় প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ২০ জন কর্মঠ জনবল নিয়ে রামগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগ ও উদ্ধুদ্ধকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন হতে উক্ত সমিতি হাঁটি হাঁটি পাঁ পাঁ করে আজ সমগ্র রামগঞ্জ উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ সমিতির কাতারে প্রবেশ করেছে।

ভিশনঃ 

নানামুখী সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আর্থ-সামাজিক অবস্থানের টেকসই উন্নয়ন সাধন করা।

মিশনঃ

সদস্যদের মধ্যে আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজস্ব সম্পদ আহরণে উদ্বুদ্ধ করা এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন লাভজনক কর্মকান্ড বাস্তবায়নে জীবনমানের উন্নতি সাধন করা।

লক্ষ্যঃ রামগঞ্জ উপজেলায় বসবাসরত দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মূলধন তৈরীতে সহায়তা করা।

উদ্দেশ্যঃ

  • অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর নিজেদের মৌলিক ও আর্থ-সামাজিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরী করা।
  • বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন:- নারী ও শিশু পাচার রোধ, যৌতুক প্রথা নিরোধন, মাদকাসক্তি দূরীকরণ ও বাল্য বিবাহ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।
  • জাতীয় উন্নয়নের অন্যতম অংশীদার/দাবীদার হিসেবে সর্বমহলে সমবায় ও সমবায়ীদের স্বীকৃতি অর্জন।

কর্মসূচীঃ

  • অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ী অভ্যাস গড়ে তোলা।
  • নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আয় বর্ধনমূলক প্রকল্প গ্রহণে সহায়তা দান ও দক্ষতা উন্নয়ন।
  • অসহায় ও দরিদ্রদের আত্ম-নির্ভরশীলতার জন্য আর্থিক সেবা প্রদান।

আর্থিক কার্যক্রমঃ

প্রতিষ্ঠা লগ্নে সমিতি ২০,০০০ টাকা শেয়ার ও ২০,০০০ টাকা সঞ্চয় নিয়ে যাত্রা শুরু করে। সমিতির উত্তরোত্তর উন্নতির কারণে বর্তমানে সমিতির শেয়ার এর পরিমাণ ২,৮৬,৫০০ টাকা ও সঞ্চয় আমানতের পরিমাণ ৬৫,২৫,০০০ টাকা। ফলে বর্তমানে সমিতির কার্যকরী মূলধন গিয়ে দাঁড়ায় ১,৩৪,৯৬,৬১৯ টাকা। সমিতিটি প্রতি বছর আর্থিকভাবে লাভবান হওয়ার ফলে দিনে দিনে এর প্রচার ও প্রসার বেড়ে যায়।

সমিতির সদস্য সংখ্যাঃ

উক্ত সমিতি প্রতিষ্ঠাকালীন সময়ে সংখ্যা ছিলো ২০ জন। বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৩৮ জন। তন্মধ্যে পুরুষ সদস্য ১১৪০ জন ও মহিলা সদস্য ৫৯৮ জন। সমিতিতে পুরুষের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে লক্ষনীয়।

আত্ম-কর্মসংস্থানঃ

সমিতির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ০৫ জন বেতনভূক্ত কর্মকর্তা কর্মচারী চাকুরীরত আছে। সমিতির প্রত্যক্ষ সহযোগিতায় এ পর্যন্ত ৫০০ এর বেশি সদস্য আত্ম-কর্মসংস্থান এর সুযোগ লাভ করেছে এবং পরোক্ষ সহযোগিতায় আরো ২৫০ জন সদস্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে। সমিতি হতে ঋণ সুবিধা নিয়ে ১০০ এর অধিক সদস্য নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে আত্ম-প্রকাশ করেছে।

রাজস্ব প্রদানঃ

২০২০-২০২১ নিরীক্ষা বর্ষে সমিতির নীট লাভের পরিমাণ ১৭৬৮৪ টাকা। অর্জিত নীট লাভের উপর ১৭৭০ টাকা অডিট সেস ও সিডিএফ ৫৩১ ধার্য্য হয় এবং তা যথা সময়ে পরিশোধ করা হয়।

ব্যবস্থাপনা সংক্রান্ত

সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক নির্বাচিত ০৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির উপর সমিতির পরিচালনার ভার ন্যস্ত। ব্যবস্থাপনা কমিটি সদস্যদের আস্থার প্রতিফলন ঘটিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করে চলেছে।

সফলতার নেপথ্যেঃ

সমিতিতে নিয়মিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান, সভায় সদস্যগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ, সমিতি পরিচালনায় সাধারণ সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ, বাজেট উপস্থাপন ও পর্যালোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন নতুন লাভজনক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সকলের মতামকে মূল্যায়ন করা হয়ে থাকে। সমিতির কার্যক্রম সমবায় সমিতি আইন ও বিধি অনুসরণপূর্বক গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় বিধায় এর সফলতার চলক অবিরত।

আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকাঃ

আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে সমিতি গুরুত্ব পূর্ণ অবদান রেখে চলেছে। রামগঞ্জ অঞ্চলের জীবন-জীবিকা নির্বাহ, অর্থনৈতিক প্রবাহের গতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান,  সাধারণ মানুষের সামাজিক অবস্থান পরিবর্তনে পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রামগঞ্জ উপজেলায় নব ধারা সৃষ্টি করেছে।


সর্বপরি বলা যায়, দক্ষ ও যোগ্য পরিচালনা যে বদলে দিতে পারে একটি সমবায় প্রতিষ্ঠানের মুখচ্ছবি তার অন্যতম উদাহরণ রামগঞ্জের পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ। সরকারি/দাতাগোষ্ঠীর সহায়তা ছাড়াই শুধুমাত্র নিজস্ব মূলধন গঠন করে দক্ষতা ও বিশ্বস্ততার সাথে কার্যক্রম পরিচালনার মাধ্যমে মাত্র ০৮ বছরে প্রতিষ্ঠানটি দৃশ্যমান সফলতা অর্জন করেছে। এর মাধ্যমে এটাই প্রতিয়মান হয় যে, সমবায়ই পারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে। সমবায় এর মাধ্যমে হতে পারে স্বচ্ছলতা ও সামাজিক মর্যাদা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ, সুষম বণ্টন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। আশা করা যায় পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রামগঞ্জের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে শক্তিশালী অর্থনীতির ভিত্তি বিনির্মাণে অনন্য মাইলফলক হয়ে উঠবে।

                                                                                         

উপজেলা সমবায় কর্মকর্তা

রামগঞ্জ, লক্ষ্মীপুর।

ucoramgonj157@gmail.com